নিজেদের তৈরি মহাকাশ রকেট উৎক্ষেপণ করল দ. কোরিয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্কএই প্রথমবারের মতো নিজ দেশে তৈরি মহাকাশ রকেট উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার এক টেলিভিশন ফুটেজে ওই রকেট উৎক্ষেপণের ছবি দেখানো হয়।
এর আগে গত অক্টোবরে এই মহাকাশ রকেট উৎক্ষেপণের উদ্যোগ নেয় দেশটি। কিন্তু সেটি ব্যর্থ হয়।
লাইভ টিভি ফুটেজে রকেটটিকে জাতীয় পতাকাসহ উজ্জ্বল শিখা এবং ঘন সাদা ধোঁয়া ছেড়ে উপরে উঠতে দেখা যায়। টেলিভিশনে ভাষ্যকার বলেন, মনে হচ্ছে পরিকল্পনামতোই রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে।
২শ টন তরল জ্বালানীবাহী রকেটটির নাম নুরি। এটি স্থানীয় সময় বিকেল ৪টায় দেশটির দক্ষিণ উপকূলের নারো স্পেস সেন্টার গোহেউং উৎক্ষেপণকেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়।
দেশটির বিজ্ঞান ও আইসিটি মন্ত্রী লি জং-হো এক ব্রিফিংয়ে বলেন, “মহাবিশ্বে কোরিয়ান আকাশ এখন বিস্তৃত। আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি অনেক উন্নতি করেছে।” (সূত্র: রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.