নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ


নিজস্ব প্রতিবেদক: গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদল আজ শুক্রবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারা এই কর্মসূচী পালন করেন।

এ সময়ে সভাপতি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেরশর উন্নয়নে কৃষিকে গুরুত্ব দিয়েছিলেন। সেইসাথে দেশ বিদেশে বহু বৃক্ষরোপন করেন। তাঁর চিন্তা ছিলো যুদ্ধবিধস্ত দেশকে সবুজের আবরনে ঘিরে ফেলা।

সেইসাথে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পররাষ্ট্র নীতি গ্রহন এবং দেশের বেকারত্ব দূর করতে ইন্ডাষ্ট্রি স্থাপনসহ নানাবিধ উন্নয়নমূলক কর্মকান্ড শুরু করেছিে বলে জানান তিনি।

কর্মসূচীতে নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সাব্বির আহমেদ অন্তর, ছাত্রনেতা ওয়াসিফ আব্দুল্লাহ. রাইয়ান ইসলাম রানা. চঞ্চল হোসেন ও প্রান্ত চৌধুরীসহ অন্যান্য ছাত্রদল নেতৃবৃনন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ ফজলুল করিম (বাবলু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.