নিউক্যাসলের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ প্রায় শেষ আর্সেনাল’র

বিটিসি স্পোর্টস ডেস্ক: ম্যাচটা জিতলেই পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে আসতো আর্সেনাল, চ্যাম্পিয়নস লিগের আশাও বেঁচে থাকতো। প্রিমিয়ার লিগের ১৫ নম্বর দল নিউক্যাসলের বিপক্ষে জয়টা তো প্রত্যাশিতই ছিল।
কিন্তু প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে ২-০ ব্যবধানে হেরে বসলো মাইকেল আর্তেতার দল। ফলে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা কার্যত শেষ হয়ে গেলো গানারদের।
সোমবার রাতে সেন্ট জেমস পার্কে কোনো দিক দিয়েই নিউক্যাসলের থেকে এগিয়ে ছিল না আর্সেনাল। ম্যাচে ৫১ শতাংশ বল দখলে রেখে ১৬টি শট নেয় নিউক্যাসল, যার ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১১ শটের দুটি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল।
ম্যাচের ৫৫ মিনিটে বেন হোয়াইটের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল। ৮৫ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমারেস জয়টা নিশ্চিত করে ফেলেন নিউক্যাসলের।
এই হারের পর ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে চারে টটেনহ্যাম হটস্পার।
এখন নিজেদের শেষ ম্যাচে এভারটনের বিপক্ষে জিতলেও আর্সেনালের জন্য চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পাওয়া কঠিন হবে। নিজেরা জয় পাওয়ার সঙ্গে নরউইচের বিপক্ষে টটেনহ্যামের হারের আশা করতে হবে আরতেতার দলকে।
সেই আশা করা যে প্রায় অসম্ভব, মেনেই নিয়েছেন আর্সেনাল কোচ আরেতেতা। ম্যাচের পর তিনি বলেন, ‘নিউক্যাসল আমাদের চেয়ে দশগুণ ভালো খেলে জিতেছে। এটা খুবই হতাশাজনক। চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চাওয়া একটা দলের পারফরম্যান্স যে পর্যায়ের হওয়ার কথা, আমাদের পারফরম্যান্স তার ধারেকাছেরও ছিল না।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.