নিউইয়র্কের গভর্ণরের পদত্যাগ করা উচিত : বাইডেন

(নিউইয়র্কের গভর্ণরের পদত্যাগ করা উচিত : বাইডেন–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হলে নিউইয়র্ক গভর্ণর এন্ড্রু কওমো’র পদত্যাগ করা উচিত।’
যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে কওমো’র পদত্যাগ করা উচিত কিনা বাইডেনকে এবিসি নিউজের পক্ষ থেকে এ প্রশ্ন করা হলে তিনি বলেন, হ্যাঁ।
ডেমোক্রেট দলের শক্তিশালী সদস্য এন্ড্রু কওমো’র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর এটিই বাইডেনের সবচেয়ে কঠোর মন্তব্য।
কওমোর বিরুদ্ধে গত মাস থেকে আটজন নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। এছাড়া তিনি পদত্যাগের আহ্বানও প্রত্যাখ্যান করে আসছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.