ছিটকে গেলেন টেলর, নিউজিল্যান্ড শিবিরে জেঁকে বসেছে ইনজুরি

বিটিসি স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন। সিরিজ শুরুর আগে এবার আরও এক দুঃসংবাদ পেল কিউই শিবির। আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর চোটের কারণে খেলতে পারবেন না সিরিজে।
তবে, টেলরের এ ছিটকে যাওয়ার ব্যাপ্তি কেবলই এক ম্যাচ। বাম হ্যামস্ট্রিংয়ে চির ধরার কারণে প্রথম ওয়ানডের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে। তার বদলে দলে আনা হয়েছে অলরাউন্ডার মার্ক চ্যাপম্যানকে।
জানা যায়, গত ১১ মার্চ প্লাঙ্কেট শিল্ডে তার দল সেন্ট্রাল স্ট্যাগসের হয়ে ওয়েলিংটন ফায়ারবার্ডসের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়েই বিপত্তিটা বাঁধান টেলর। প্রথম ওয়ানডের দল থেকে ছিটকে গেলেও তিনি থাকবেন দলের সঙ্গেই। ডানেডিনে তাকে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখবেন দলের চিকিৎসকরা।
আগামী ২০ মার্চ ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশ। এরপর দ্বিতীয় ওয়ানডে হবে ২৩ মার্চ। এর দুই দিন পর ২৬ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডেটি। বিশ্বকাপ সুপার লিগে এটিই নিউজিল্যান্ডের প্রথম সিরিজ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.