নারী নির্যাতন বন্ধে রাজশাহীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার আয়োজনে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বন্ধে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ রোববার বিকাল সাড়ে ৪ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়।

‘ধর্ষণ ও যৌন নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ-আসুন এ অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াই’ শ্লোগানে এদিন সভাপতিত্ব করেন, সংগঠনটির জেলা সভাপতি কল্পনা রায়। সঞ্চালনায় ছিলেন, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদিকা অনুশুয়া সরকার।

এসময় বক্তব্য দেন, সাধারণ সম্পাদিকা  অঞ্জনা সরকার, সাংগঠনিক সম্পাদিকা আলিমা খাতুন, সহঃ সভাপতি লাইলুন নাহার, লিগ্যাল এইড সম্পাদিকা শিখা রায়, প্রচার সম্পাদিকা  আফরোজা খান হেলেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী নির্যাতন দেখতে চাইনা। সন্ত্রাস জঙ্গিবাদকে না বলার পাশাপাশি নারী শিশু নির্যাতনকেও না বলুন। এসব প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

এদিন নারী নির্যাতন বন্ধে গণস্বাক্ষরতা অভিযান পরিচালিত হয়। এতে নারীদের পাশাপাশি পুরুষরাও একাত্মতা পোষণ করে স্বাক্ষর করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর স্টাফ রিপোর্টার আমানুল্লাহ আমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.