নারী জাগরনের পথিকৃৎ রোকেয়া দিবস আজ (ভিডিও)

রংপুর প্রতিনিধি: নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার কর্ম ও আদর্শ সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অনন্য অর্জনের জন্য প্রতি বছর ৯ ডিসেম্বর রোকেয়া পদকসহ রোকেয়া দিবস নানামুখী কার্যক্রমের মাধ্যমর পালন করে আছে বাংলাদেশ সরকার।
 নারী জাগরণের অগ্রদূত মহিয়সী এই নারী  রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে, আয়োজন করা হয়েছে রোকেয়া মেলা।
শুক্রবার সকালে বেগম রোকেয়া স্মরণে পায়রাবন্দে ফুল দিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, জেলা পুলিশ সুপার ফৌরদৌস ওয়াহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।
এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা রোকেয়া স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.