নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: সারাদেশে নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা, ধর্ষণ এবং ধর্ষকের সর্ব্বোচ্চ শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার দুপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন), বিকশিত নারী নেটওয়ার্ক, জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, ইয়ূথ এন্ডিং হাঙ্গার এবং সর্বদলীয় সম্প্রিতি ফোরামের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, সুশাসনের জন্য নাগরিক, বাগেরহাট জেলা সভাপতি জনাব মোজাফফর হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- করতে হবে। ধর্ষণসহ নারীর প্রতি সকল ধরণের সহিংসতা রোধে রাষ্ট্রকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধর্ষণসহ প্রতিটি নারী নির্যাতনের যথাযথ তদন্তের মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করার দাবিসহ নানা দাবি উত্থাপন করেন বক্তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.