নারায়ণগঞ্জে এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, ৩ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন ও দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, হৃদয়, জহিরুল ইসলাম ওরফে টিটু ও ইব্রাহিম ওরফে মনা। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন, শাওন ও হাবিব।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১০ অক্টোবর ফতুল্লা থানার এনায়েতনগরের ধর্মগঞ্জ এলাকায় রাজিম উদ্দিনের মালিকানাধীন বাড়ির দ্বিতীয় তলার ৭ম শ্রেণির মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা। এ ঘটনার পর দিন নিহতের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এদিকে ওই মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ মঙ্গলবার দুপুরে এ রায় দেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইকবাল পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। তবে মামলায় আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার দুপুরে আদালত এ রায় দিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আফজাল হোসেন আফজাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.