নাফ নদীতে কোস্টগার্ড’র অভিযানে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লক্ষ ৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড।
জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
আজ শুক্রবার (০৫ ফেব্রুয়ারী) সকালে এক ব্রিফিংয়ে কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সাইয়েদুল মোরসালিন এ তথ্য জানান।
তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবর পেয়ে নাফ নদীতে টহল জোরদার করা হয়। রাত সাড়ে ১২টার দিকে নদী সাঁতরে একজন পাচারকারী একটি বস্তা নিয়ে অনুপ্রবেশ করতে থাকে। এ সময় কোস্টগার্ড সদস্যরা স্পিডবোট নিয়ে ধাওয়া করলে বস্তা ফেলে পালিয়ে যায় সে। পরে বস্তা খুলে ১ লক্ষ ৫ হাজার ইয়াবা পাওয়া যায়।
পাচারকারী ওই ব্যক্তি সাঁতরে সীমান্তের জিরো লাইন অতিক্রম করায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.