শরীয়তপুরে ভুয়া ডিএসবি-জাতিসংঘ প্রতিনিধি আটক-২

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যা পৌরসভায় জাতিসংঘের ভুয়া প্রতিনিধি ও ডিএসবি পুলিশ পরিচয় দেওয়া ২ জন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ৩টি ব্ল্যাংক চেক, ৩টি মোবাইল ফোন ও নির্বাচনী ফরম উদ্ধার করা হয়।
আটক ২ জন হলেন: শরীয়তপুরের গোসাইরহাটের সামান্তষার ইউনিয়নের চরসামান্তষার গ্রামের শাহেব আলী ছৈয়ালের ছেলে আবদুল ছালাম ছৈয়াল (৪২) ও ইদিলপুর ইউনিয়নের মহশ্বরপট্টি গ্রামের নুরুল হক সিকদারের ছেলে সান মোহাম্মদ মামুন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আগামী ১৪ ফেব্রুয়ারী ডামুড্যা পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সবুজ মিয়া। গতকাল বৃহস্পতিবার রাতে সবুজ মিয়া ও তার সমর্থকদের কাছে ছালাম ডিএসবি পুলিশের এসআই ও মামুন জাতিসংঘের প্রতিনিধি পরিচয় দেন।
কিন্তু তাদের কথাবার্তায় সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে ডামুড্যা থানা পুলিশ ছালাম ও মামুনকে আটক করে।
ডামুড্যা থানার ওসি এমারত হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ভুয়া ডিএসবি পুলিশ ও জাতিসংঘের প্রতিনিধি পরিচয় দেওয়া দুজনকে আটক করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর শরীয়তপুর প্রতিনিধি মো. রেজাউল করিম (রেজা) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.