নাটোর সুগার মিলস এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত


নাটোর প্রতিনিধি: নাটোর সুগার মিলস এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে নাটোর সুগার মিলস এর প্রধান ফটকে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বকেয়া গ্রাচুইটি, বকেয়া গৰ্যাচুইটির ক্ষতিপূরণ অবসরপ্রাপ্তদের উৎসব ভাতা প্রদান ও বকেয়া প্রভিডেন্ট ফান্ডের অর্থ প্রদান সহ চারটি দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করে সুগার মিলসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের কর্মচারী এবং কর্মকর্তা কল্যাণ সমিতির অধীনে সারা দেশব্যাপী এই কর্মসূচির ডাক দেয়া হয়।
আগামী অক্টোবর মাসের মধ্যেই সকল বকেয়া পাওনাদি পরিশোধ করার দাবি জানানো হয় এই বিক্ষোভ সমাবেশে। অক্টোবরের মধ্যে দাবী দাওয়া মেনে না নিলে বৃহত্তর কর্মসূচির হুমকি দেন উপস্থিত বক্তারা। অবসরপ্রাপ্ত কর্মচারী ও কর্মকর্তা করলেন পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রামানিকের সভাপতিত্তে এবং সাধারণ স¤পাদক আবু রায়হান ভুলুর পরিচালনায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উলে­খ্য, নাটোর সুগার মিলস এর ৩৮৫ জন কর্মচারী কর্মকর্তা প্রায় ৪০০ কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.