নাটোরে ১৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৪০ হাজার মানুষ পানিবন্দি


নাটোর প্রতিনিধি: নাটোরে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।আত্রাই নদীর কলকলি বাঁধ ভেঙ্গে কলম ইউনয়নের ১২টি গ্রাম নতুন করে প্লাবিত হওয়ার পর সেসব এলাকার মানুষ পড়েছে দুর্ভোগে।

জেলার সিংড়া,গুরুদাসপুর ও নলডাঙ্গ উপজেলার ১৭টি ইউনিয়ন ও ২টি পৌর এলাকার প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।ইতিমধ্যেই ৭৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ৩৫টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

সম্পদ রক্ষায় অনেকেই পানিবন্দি বাড়ি ঘরে অবস্থান করছেন।বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শাহরিয়াজ সহ পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তারা।

জেলা ত্রাণ ও পূনর্বাস বিভাগ জানায় বন্যা দুর্গতদের জন্য প্রয়জেনিয় খাদ্য সহায়তা ও নগদ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।এদিকে সিংড়ায় আত্রাই সহ জেলার কয়েকটি নদ নদীর পানি কিছুটা কমেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.