নাটোরে ১৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার ইসলাবাড়ি গ্রাম থেকে একটি ট্রাকে ১৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -৫ নাটোর ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন, নাটোরের বড়বড়িয়া গ্রামের সুরুজ মন্ডলের ছেলে মোঃ হাফিজুল ইসলাম (৩৫)এবং সিংড়া উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের সোহরার আলী আলীর ছেলে ট্রাক ড্রাইভার মোঃ এনামুল হক (২৮)।
র‌্যাব-৫, রাজশাহীর একটি যৌথ আভিযানিক দল শনিবার (১১ জুন, ২০২২ ইং ) রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও সিপিসি-২, কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এর নেতৃত্বে ইসলাবাড়ী বাজার হতে করোটাগ্রাম গামী পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করেন।
এসময় একটি মিনিট্রাকে তল্লাশী চালিয়ে খাকি কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৫ কেজি শুকনো গাঁজাসহ তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।
এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.