নাটোরে সূবর্ণ শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু

নাটোর প্রতিনিধি: নাটোরে শারিরিক ও মানসিক প্রতিবন্ধী- সূবর্ণ শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার সকাল আটটায় শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঞা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃমাছুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে নাটোর সদর উপজেলার দুইটি প্রতিবন্ধী বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতায় অংশ গ্রহন করছে।
প্রতিযোগিতার উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, সরকার প্রতিবন্ধিতা চ্যালেঞ্জ মোকাবেলায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । এই চ্যালেঞ্জ মোকাবেলা করে তাদেরকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। তাহলে জাতীয় ও আন্তজার্তিক পরিমন্ডলের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করে বিজয়ীহ য়ে তারা দেশের সুনাম বয়ে আনবে-যা হবে অভিভাবকের জন্যে প্রশান্তির।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.