নাটোরে রেজা, রঞ্জু, সেলিম বাবুলের অবদান অবিস্মরণীয় : উমা চৌধুরী

নাটোর প্রতিনিধি: ৭১ এর বীর সেনানী শহীদ রেজা, রঞ্জু, সেলিম বাবুলের অবদান নাটোর বাসীর কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। রেজা, রঞ্জু, সেলিম বাবুলের শাহাদাৎ বার্ষিকীতে তাদের কবরে পুম্পস্তবক অর্পণ, শহীদদের আত্মার শান্তি কামনা নীরবতা পালন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় কথাগুলো বলেন নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী।
তিনি আরো জানান, নাটক ছিল পাক বাহিনীর অন্যতম শক্তিশালী সেক্টর। সেইখানে আমাদের শহীদ রেজা রঞ্জু সেলিম বাবুল সহ আরও কত শত মুক্তিযোদ্ধা নাটোরের জন্য তথা দেশের জন্য লড়ে তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন তা তরুণ প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। পরে সেখানে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হয়।
নাটোর পৌরসভার আয়োজনে সেখানে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রলীগ, জেলা পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাটোর জেলা শাখায় নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.