নাটোরে মেধাবী রিমা খাতুনের পাশে দাঁড়ালেন ডিসি


নাটোর প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিভাগে ২০২০-২০২১ সেশানে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি হতে পারছিল না নাটোর সদর উপজেলার হাসেমপুর গ্রামের অদম্য মেধাবী শিক্ষার্থী মোছাঃ রিমা খাতুন।
ঠিক এমন খবর পেয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার ওই শিক্ষার্থী মোছাঃ রিমা খাতুনের হাতে ভর্তি ও পড়াশুনার জন্য পনের হাজার টাকার চেক তুলে দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার রিমা খাতুনকে ভালো পুষ্টি বিদ এবং আদর্শ মানুষ হয়ে মানুষকে সেবা করার পরামর্শ দেন।এসময় উপস্থিত ছিলেন বিটিভি’র নাটোর প্রতিনিধি মোঃ জালাল উদ্দিন, মেধাবী শিক্ষার্থী রিমা খাতুনের পিতা আব্দুর রহিম বয়াতি প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.