নাটোরে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত

নাটোর প্রতিনিধি: “নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব জেলা শাখার আয়োজিত দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
এর আগে কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি শোভা যাত্রা বের করা হয়।শোভা যাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফিরে আসে। পরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।
সভায় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষনে জনসচেতনতা বৃদ্ধি ও রমজানে বাজার স্থিতিশিল রাখার বিষয়ে আলোকপাত করেন।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, কৃষিপণ্য বিপনন কর্মকর্তা মমতা হক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর, ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক রইস উদ্দিন প্রসুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.