নাটোরে বিভিন্ন দাবীতে আদিবাসীদের বিক্ষোভ


নাটোর প্রতিনিধি: নাটোরে বুধবার আদিবাসীদের আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতিসহ ১৬ দফা দাবিতে নাটোরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখা।
সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন এবং রাজশাহীতে সেচের পানি না পাওয়ায় দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচারসহ এসব দাবীতে বুধবার সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত এই বিক্ষোভ কর্মস‚চি চলে।
বিক্ষোভ কর্মস‚চি পালন শেষে জাতীয় আদিবাসী পরিষদের প্রতিনিধিরা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আশরাফুল ইসলামের কাছে প্রধানমন্ত্রী বরাবর দেয়া স্মারকলিপি হস্তান্তর করেন।
এর আগে নাটোরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আদিবাসি নেতা প্রদীপ লাকড়া ও মুন্ডা কালিদাসসহ আদিবাসি নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.