২৮ মে রাজশাহী রাইফেল ক্লাবের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ মে রাজশাহী রাইফেল ক্লাবের ৪ বছর মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (১৮ মে) বেলা ৩টা থেকে রাজশাহী রাইফেল ক্লাব ভবনে মনোনয়ন পত্র নিতে আসেন মনোনয়ন প্রত্যাসি প্রার্থীগন।
সহ-সভাপতি ৪টি পদের জন্য ৬ জন। সহ-সভাপতি পদের প্রার্থীরা হলেন মোহাম্মদ আলী সরকার, মোঃ ডাবলু সরকার, মোঃ হাসেন আলী, মোঃ লিয়াকত আলী, আজিজুল আলম বেল্টু ও গোলাম সারোয়ার স্বাপন।
সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন শুধুমাত্র আ,ন, ইস্তিয়াক আহমেদ বাবলু।
এছাড়াও ২জন যুগ্ন সাধারণ সম্পাদক পদে মাকসুদুল করিম সম্্রাট ও সালাউদ্দিন রাজু, কোষাধাক্ষ পদে মোঃ আবুল হোসেন ও ১১জন নির্বাহী সদস্য পদের জন্য মনোনয়ন পত্র উত্তোলন করেন ১৪ জন প্রার্থী।
এখানে উল্লেখ, পদাধীকার বলে রাজশাহী রেঞ্জের ডিআইজি সভাপতি নির্বাচিত হন। নির্বাচন কমিশনার মোঃ রেজাউল হক জানান, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় আগামী ২০ মে ও বাছাই ২১ মে।
২২মে মনোনয়ন পত্র প্রত্যাহার ও চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। রাজশাহী রাইফেল ক্লাবের ভোট গ্রহন শুরু হবে ২৮মে সকাল ১০ থেকে বেলা ১টা এবং বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
রাজশাহী রাইফেল ক্লাবে সদস্য মোট ১৩৩ জন। এর মধ্যে আজীবন সদস্য ১২২জন ও সাধারণ সদস্য ১১জন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.