নাটোরে বিএনপির ৩১ নেতা কর্মিকে জেলহাজতে প্রেরণ


নাটোর প্রতিনিধি: নাটোরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় এজাহারভুক্ত বিএনপির ৩১নেতা কর্মিকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। আজ মঙ্গলবার (০৪ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের নেতৃত্বে ৮০জন নেতা-কর্মি নাটোরের জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিনের আদালতে আত্নসমর্পণ করে।
এসময় জামিনের আবেদন জানায় বিএনপি নেতা-কর্মীদের আইনজীবীরা। পরে শুনানী শেষে বিচারক বিএনপির ৩১ নেতা-কর্মীকে জেল হাজতে প্রেরণ এবং অবশিষ্ট ৪৯ জনের জামিন মঞ্জুর করেন।
জেল হাজতে প্রেরনে উল্লেখ্যযোগ্যদের মধ্যে রয়েছেন, নাটোর শহর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সানোয়ার হোসেন তুষার ,সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল আবুল, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ।
এর আগে ১ ডিসেম্বর অভিযুক্তরা উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নিয়েছিল। জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার সকালে তারা নিম্ন আদালতে আত্নসমর্পণ করে।
২০২১সালের ২২ নভেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। সেসময় পুলিশের সাথে বিএনপি নেতা কর্মিদের সংঘর্ষে ওসি,সাংবাদিক সহ ২০ জন আহত হয়। এতে পুলিশ বাদি হয়ে মোট ১১৬জনের নাম উলে­খ সহ পাঁচ শতাধিক অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.