নাটোরে বন্যা পরিস্থিতির অবনতি


নাটোর প্রতিনিধি: নাটোর সিংড়া নলডাঙ্গায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আত্রাই নদীর পানি বিপদ সীমার ৮৩ সেন্টমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহতের কারণে অসংখ্য বাড়িঘরে পানি ঢুকে পড়েছে।

বন্যার্ত সহস্রাধিক মানুষ ২০টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। অনেকে অন্যের বাড়ি ঘরে আশ্রয় নিয়ে দিনাতিপাত করছেন।

বন্যায় সিংড়া উপজেলা সদরের থানা মোড়, সাবরেজিষ্টার অফিস, কাচাবাজার, গোডাউন পাড়ায় পানি ঢুকে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলা জুড়ে নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।

সিংড়া উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, এ পর্যন্ত ৩ হাজার ২০০ বাড়ি ঘরে পানি ঢুকে পড়েছে । ৩টি প্রাথমিক বিদ্যালয় এবং এলজিউিডির ১২ কিলোমিটার পাকা রাস্তা পানিতে নিমজ্জিত হয়েছে। বন্যায় আশ্রয়হীন হয়েছেন ১৩ হাজার মানুষ। বন্যার্তদের জন্য সিংড়া উপজেরা সদরে ৭টি, শেরকোলে ইউনিয়নে ৫টি, লালোর ইউনিয়নে ৩টি ,এবং ডাহিয়া, ইটালী, কলম, চামারী ও হাতিয়ান্দহ ইউনিয়নে একটি করে ২০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.