নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন উদ্বোধন


নাটোর প্রতিনিধি: মুজিব শতবর্ষকে স্মরণীয় করে রাখতে নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১ আয়োজন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় শহরের স্বাধীনতা চত্বরে ম্যারাথন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। দেশের সকল মানুষ হৃদয়ে বঙ্গবন্ধুকে ধারণ করেন।
বঙ্গবন্ধুকে কৃতজ্ঞতায় স্মরণ করতে এ আয়োজন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশ গঠনের কার্যক্রমে দেশের সকল মানুষ স¤পৃক্ত হবে বলেও বক্তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী সেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা ও এডহক সেনাবাহিনীর ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ওয়াদুদ।
ম্যারাথনে শিক্ষার্থী, রোভার, জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড় এবং কর্মকর্তাবৃন্দসহ দুই শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন। সেনাবাহিনীর ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের সহযোগিতায় জেলা প্রশাসন এ ম্যারাথন আয়োজন করে।
ম্যারাথন দৌড় শহরের বাইপাস সড়ক দিয়ে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা কলেজে গিয়ে শেষ হয়।
সমাপনী স্থানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজসহ অতিথিবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.