নাটোরে টেস্ট পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্বহত্যা

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে মনের দুঃখে অনিক হাসান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী বিষাক্ত ট্যাবলেট সেবনে আত্বহত্যা করেছে।

আজ মঙ্গলবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত অনিক উপজেলার গোপালপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সে রাজাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।

গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খান জানান, আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনিক বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় অংশ নেয়। সোমবার বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।

কিন্তু অনিক তাতে উত্তীর্ণ হতে পারেনি। ফলে এসএসসি পরীক্ষা দিতে পারবে না এমন আশঙ্কায় বাড়ি ফিরে এসে সন্ধ্যায় সে ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট সেবন করে। পরে স্বজনেরা বুঝতে পেরে তাকে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে সে মারা যায়।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, নিহতের লাশের পোষ্টমর্টেমসহ রাজশাহীতেই অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.