নাটোরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত


নাটোর প্রতিনিধি: গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান’ প্রতিপাদ্য নিয়ে আজ রোববার নাটোরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
আজ রোববার সকাল নয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার।
সভায় সভাপতির বক্তব্যে মোঃ নাদিম সারওয়ার বলেন, উন্নত জীবনের সোপান তৈরী করে পরিকল্পনা। তাই সঠিক পরিকল্পনা প্রণয়নে গুণগতমানের পারিসাংখ্যিক তথ্যে কোন বিকল্প নেই। শুমারী এবং চলমান বিভিন্ন জরিপ কার্যক্রমে দায়িত্ব পালনকারী ব্যক্তি এবং সংশ্লিষ্ট দপ্তর দায়িত্বশীল ভ‚মিকা পালন করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
সভায় জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক মোঃ শাহ আলম দেশের মাথাপিছু গড় আয়, আয়ু, শিশু ও মাতৃ মৃত্যুর হার, আমদানী-রপ্তানী, দেশজ উৎপাদন ইত্যাদি পারিসাংখ্যিক তথ্য পাওয়ার পয়েন্টে উপস্থাপন করে উন্নত জীবন ধারার পথে এগিয়ে যাওয়ার তথ্য চিত্র উপস্থাপন করেন।
বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে এক হাজার ১৪০ জন ব্যক্তি বর্তমানে বাস করছেন বলে সভায় জানানো হয়। সভার কার্যক্রম সঞ্চালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ হাসান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.