নাটোরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

নাটোর প্রতিনিধি: ‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্টার্ট বাংলাদেশ গঠন’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
এর আগে কালেক্টরেট অফিস চত্বরে দিবসটি উপলক্ষে একটি শোভা যাগ্রা বের করা হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, উন্নয়নের জন্যে প্রয়োজন যথাযথ পরিকল্পনা প্রণয়ন। সঠিক পরিকল্পনা প্রণয়নে গুণগত মানের পারিসাংখ্যিক তথ্যের কোন বিকল্প নেই। পরিসংখ্যান বিভাগের শুমারী এবং চলমান বিভিন্ন জরিপ কার্যক্রমের মাধ্যমে আমরা সময়োপযোগী, সঠিক ও নির্ভুল তথ্য পেয়ে থাকি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ারের সভাপতিত্ব সভায় বক্তবো রাখেন,জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহ আলম প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.