নাটোরে কোভিশিল্ডের ২য় পর্যায়ের কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদানের উদ্বোধন

নাটোর প্রতিনিধি: নাটোরে কোভিশিল্ডের ২য় পর্যায়ের কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদানের উদ্বোধন করা হয়েছে। নলডাঙ্গা উপজেলা বাদে জেলার ৬টি উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ৭ টি পৌরসভায় ২৫ ঊর্দ্ধ বয়স্ক ও প্রতিবন্ধী এবং নারীদের এই ভ্যাক্সিন প্রদান কর্মসুচির উদ্বোধন করা হয়।
আজ শনিবার সকাল ৯টা থেকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের শিবদূর গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ভ্যাক্সিন প্রদান কর্মসুচির উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।এ সময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ, সিভিল
সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ।
সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বিটিসি নিউজকে জানান, আজ শনিবার নলডাঙ্গা উপজেলা বাদে জেলার ৬ টি উপজেলার ৪৫ টি ইউনিয়ন ও ৭ টি পৌরসভায় এই ভ্যাক্সিন প্রদান কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ১ টি করে এবং ৭ টি পৌরসভার সবক’টি ওয়ার্ডে ১টি করে কেন্দ্রে এই ভ্যাক্সিন দেওয়া হবে।প্রতিটি কেন্দ্র তিনটি করে বুথে ৩ জন করে ভ্যাক্সিন প্রদানকারী ও তিন জন করে স্বেচ্ছাসেবক থাকবেন। আজ শনিবার মোট ৩১ হাজার ২শ জনকে এই ভ্যাক্সিন প্রদান করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.