নাটোরে কোভিড ভ্যাকসিন ফ্রি রেজিষ্ট্রেশন ক্যাম্পের উদ্ধোধন : প্রথম দিনেই উপচে পরা ভীড়


নাটোর প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির হিসেবে নাটোরে স্বেচ্ছাসেবক লীগ পৌর শাখার উদ্যোগে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের কোভিড-১৯ ভ্যাকসিনের ফ্রি রেজিষ্ট্রেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে শহরের ভবানীগন্জ মোড়ে পৌর স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান শুভর ব্যক্তিগত উদ্যোগে করোনা ভ্যাকসিনের ফ্রি রেজিষ্ট্রেশন ক্যাম্প অনুষ্টিত হয়। ক্যাম্পে শতাধিক মানুষের অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ সেলিম ,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সুক্কু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মলয় রায়।
ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্টানে যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ বলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর -২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি’র নির্দেশে করোনার টিকা নিতে ইচ্ছুক দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারে সদস্যদের ফ্রি রেজিষ্ট্রেশন করা হচ্ছে। প্রথম দিনেই বিপুল সংখ্যক মানুষ ফ্রি অনলাইন রেজিষ্ট্রেশন কার্য়ক্রমে অংশ গ্রহণ করে। ক্যাম্পটি তিনদিন ধরে চলবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.