নাটোরে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার দুই

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় একটি চোরাই পালসার মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা আড়াইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নাটোরের সিংড়া উপজেলার ছোট কালিকাপুর গ্রামের মৃত আঃ রাজ্জাক প্রামাণিকের ছেলে মোঃ রাশিদুল ইসলাম (৪২)এবং দেবত্তর গ্রামের মৃত জেলহক মোল্লার ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৮)।
পুলিশ জানায়, গত রাত পৌণে ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানা পুলিশ ছোট কালিকাপুর গ্রামের রাশিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এই সময় ওই বাড়ি হতে একটি রেজিস্ট্রিবিহীন পালসার ১৫০ সিসির মোটরসাইকেল জব্দ করা সহ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে চোরাই মোটরসাইকেল জেনেও সে কমদামে দেবত্তর গ্রামের আরিফুল ইসলামের কাছ থেকে কিনে নেন।
পরে পুলিশ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে দেবত্তর গ্রামে অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বিটিসি নিউজকে জানান, জিজ্ঞাসাবাদে আরিফুল পালসার মোটরসাইকেলটি চোরাই বলে স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে সিংড়া থানায় একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.