নাটোরে ইসলামি সম্মেলনে শাহ আহমাদ শফি : সবাইকে ইসলামের পথে আসার আহবান

নাটোর প্রতিনিধি: সবাইকে ইসলামী হুকুমত অনুযায়ী চলার আহবান জানিয়ে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমাদ শফি বলেছেন,যারা আলেমদের সাথে থাকে তারা জান্নাতের পথে থাকে।তাই তাদের কোন ভয় নাই। তিনি সবাইকে ইসলামের পথে আসার এবং দেশের আলেম সমাজের পথ অনুসরণ করার আহবান জানান। আহমাদ শফি আজ বৃহস্পতিবার  দুপুরে নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে জেলা ইমান আকিদা সংরক্ষণ কমিটি আয়োজিত ইসলামি সমাবেশে উপস্থিত সকলের উদ্যেশ্যে এ আহবান জানান।

নাটোর জেলা ইমান আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ বিভিন্ন স্থান থেকে আসা আলেম ওলামা গণ বক্তব্য রাখেন।সমাবেশে আহমাদ শফি কোন রাজনৈতিক বক্তব্য দেননি।এর আগে তিনি শহরের তেবাড়িয়া এলাকায় একটি মাদ্রাসার ভিত্তি স্থাপন করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.