বিশেষভাবে রাজশাহীতে দৃষ্টি দিচ্ছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘কেন জানি রাজশাহী অঞ্চলের উন্নয়ন-ই হয়নি। শিল্পকারখানা সেভাবে গড়ে উঠেনি। মানুষের কর্মসংস্থানের জন্য রাজশাহী অঞ্চলে বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। আর্থসামাজিক উন্নয়ন বৃদ্ধি পাক ‘- আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিরতিহীন  “বনলতা এক্সপ্রেস” উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

আজ বৃহস্পতিবার উদ্বোধন ঘোষণার প্রাক্কালে তিনি আরও বলেন,সারাদেশে রেল নেটওয়ার্ক সৃষ্টি করতে চাই। রেল যোগাযোগ আরও উন্নত করতে চাই।  বিএনপি সরকার রেল বন্ধ করেছিল। আমরা রেল সংযোগ চালু করেছি।

রাজশাহী, সৈয়দপুর, বরিশাল বিমানবন্দর বন্ধ ছিল। আমরা চালু করেছি। যোগাযোগ বৃদ্ধি পাক।

জঙ্গিবাদ প্রসঙ্গে  তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। আমরা দেশে শান্তি চাই। শান্তি হলেই দেশ এগিয়ে যাবে। জঙ্গিরা পবিত্র ধর্মকে কলুষিত করছে। পবিত্র ধর্মের বদনাম করছে। জঙ্গিদের কোনো ধর্ম নেই, দেশ নেই। জঙ্গিদেরকে রুখতে প্রয়োজনে সম্মিলিত প্রচেষ্টা নেয়ার আহবানের পাশাপাশি মসজিদের ইমাম-খতিবদেরকে খুতবায় জঙ্গিবাদ বিরোধী বক্তব্য দেয়ার অনুরোধ জানান  প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, উদ্বোধন হওয়া ট্রেনটি চলাচল করবে রাজশাহী- ঢাকা রুটে।

যাতায়াত করা যাবে মাত্র ৫ ঘন্টায়। ঘন্টায় প্রায় ৮৫ কিলোমিটার বেগে চলা ট্রেনটির খাবার মূল্য ১৫০ টাকাসহ শোভন চেয়ারের মূল্য ৪২৫ টাকা এবং এসি চেয়ারের মূল্য ৮৭৫ টাকা।

এছাড়া ওয়াইফাই সুবিধা থাকবে প্রতিটি বগিতে। ট্রেনটি রাজশাহী থেকে সকাল ৭টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টায়। আবার একইদিন ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ঢাকা ছাড়বে দুপুর দেড়টায় পৌছবে বিকাল ৫ টায়।

নতুন এ ট্রেনে ১২টি বগি রয়েছে। এর মধ্যে শোভন চেয়ারের বগি ৭টি, যার আসন সংখ্যা ৬৬৪টি।

দুটি এসি বগিতে আসন থাকবে ১৬০টি। ট্রেনটিতে মোট আসন সংখ্যা ৯৪৮।

ভারত থেকে ২০১৩ সালে আমদানি করা দুটি ইঞ্জিনে   চলাচল করবে ট্রেনটি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.