নাটোরে অনলাইন ভিত্তিক উদ্যোক্তা তৈরী কার্যক্রমের মাসিক মিটিং অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি: নাটোরে অনলাইন ভিত্তিক উদ্যোক্তা তৈরী কার্যক্রম ‘নিজে বলার মতো একটা গল্প’ গ্র“পের মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের ড্রিম গ্রীল রেষ্টুরেন্টে এই মিটিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান নয়ন। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ডিস্ট্রিক এ্যামব্যাসেডর কাওছার খান। অনুষ্ঠানে অনলাইন ভিত্তিক ৪০জন সফল উদ্যোক্তা অংশগ্রহন করে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। উদ্যোগতারা বলেন, একজন স্বপ্নদ্রষ্টা ইকবাল বাহার নামে এক ব্যবসায়ী ২০১৮ সাল থেকে সারাদেশ ব্যাপী অনলাইনের মাধ্যমে উদ্যোক্তা তৈরীর কাজ করছে।

স্বপ্ন দেখুন, সাহস করুন। শুরু করুন এবং লেগে থাকুন, সাফল্য আসবেই এই শ্লোগানে অনলাইন ভিত্তিক গ্র“পের মাধ্যমে উদ্যোক্তা তৈরীতে বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করেন তিনি।

তার একটাই উদ্দেশ্য বেকার যুবসমাজকে বিভিন্ন কার্যক্রমে যুক্ত করার মাধ্যমে সফল উদ্যোক্তা হিসাবে গড়ে তোলা। এই মহৎ উদ্যোগের ফলে নাটোরেও রেষ্টুরেস্ট ব্যবসায়ী, কৃষি উদ্যোক্তাসহ বিভিন্ন উদ্যোক্তা তৈরী হয়েছে।

আগামী দিনগুলোতে আরও উদ্যোক্ত তৈরীতে নিরলস কাজ করে যাচ্ছে সংগঠনটি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.