নাটোরে অজ্ঞান পার্টির খপ্পরে ২ যাত্রী

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জ্ঞান হারানো অজ্ঞাত দুই যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের বয়স আনুমানিক ৫১ ও ৫৫ বছর। তাদের বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (২ মে) ভোর ৪টায় উপজেলার বনপাড়া বাইপাস মোড় থেকে তাদের উদ্ধার করে বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা। তাৎক্ষণিভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, বনপাড়া বাইপাস মোড়ে ভোর ৪টায় দুই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানায়, ঢাকার দিক থেকে আসা একটি ট্রাক থেকে তাদের নামিয়ে দ্রুত পালিয়ে যান অজ্ঞান পার্টির সদস্যরা।
স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ হেলাল কাফি বিটিসি নিউজকে বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদেরকে বিষাক্ত কিছু খাইয়ে অজ্ঞান করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.