নাটোরের হয়বতপুরে রাস্তার দাবীতে, গ্রামবাসীর মানববন্ধন

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের হয়বতপুর পূর্বপাড়া গ্রামবাসী চলাচলের রাস্তার দাবীতে মানববন্ধন করেছে। আজ শুক্রবার বিকেলে হয়বতপুর পূর্বপাড়া এলাকায় কয়েক শ’ গ্রামবাসী মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধন বক্তব্য গ্রামবাসীদের মধ্যে রাখেন গ্রাম প্রধান আব্দুল হান্নান, এনামুল হক,প্রকৌশলী মিজানুর রহমান, ডাঃ আব্দুল মান্নান, স্কুল শিক্ষক সুলতান আহম্মেদ,ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম।
গ্রামবাসী জানান, হয়বতপুর পূর্ব পাড়া গ্রাম ৫ শতাধিক পরিবারের বসবাস। তাদের চলাচলের একমাত্র পথটি স্থানীয় প্রভাবশালী মোস্তাফিজুর রহমান বাবুর অপরিকল্পিত পুকুর কারণে বিলীন হয়ে গেছে। বর্তমানে তারা ধানের জমি এবং ঝোপ জঙ্গল দিয়ে চলাফেরা করছে।
বর্ষাকালে তাদের চলাচলের সে পথটিও বন্ধ হয়ে যায়। তাই অবিলম্বে রাস্তা নির্মানের ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.