নাটোরের সিংড়ায় কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো পরিচালক শহীদুল আলমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, টিটিটিসি পরিচালক সাইফুল হক চৌধুরী, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান পিপিএম, উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিংড়া কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি বছর ৬টি ট্রেন্ডে ১২’শ জনকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব হবে।
এছাড়া বিদেশে যেতে ইচ্ছুক ১৫ হাজা রলোককে ওরিয়েনন্টেশন প্রদান করা সম্ভব হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.