নাটোরের সকল থানায় সংযোজিত হলো থার্মাল স্ক্যানার


নাটোর প্রতিনিধি: নাটোরের সকল থানায় এবার সংযোগ করা হয়েছে শরীরের তাপমাত্রা যাচাই করা যন্ত্র থার্মল স্ক্যানার। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে সুরক্ষার জন্য জেলার ৭টি থানায় এই থার্মল স্ক্যানার সরবরাহ করা হয়।

পুলিশ সুপার লিটন কুমার সাহার ব্যক্তিগত প্রচেষ্টায় ইতিপুর্বে পুলিশ সদস্যদের সুরক্ষার জন্য জেলার প্রতিটি থানা চত্বরে বেসিন স্থাপনসহ হ্যান্ড ওয়াশ ও স্যানিটাইজার সরবরাহ করা হয়।

এছাড়া পিপিই পোশাকও সরবরাহ করা হয়েছে।এবার নতুন করে সংযোজন করা হলো থার্মল স্ক্যানার। পুলিশ সুপার লিটন কুমার সাহা জেলার প্রতিটি থানায় থার্মল স্ক্যানার সরবরাহের সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় আগত সেবাগ্রহীতা ও পুলিশ সদস্যদের সংক্রমণকালীন এই সময় স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজন।

তারা থানা সমুহের স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনাবলী মেনে সেবা গ্রহণ করতে পারবেন।নতুন সংযোজিত থার্মাল স্ক্যানারের মাধ্যমে ডিউটি শেষে থানায় ফিরে আসা পুলিশ সদস্যসহ থানায় আগত সেবাগহীদের শরীরের তাপমাত্রা যাচাই করা সম্ভব হবে। এতে করে সংক্রমনের ঝুঁকি কম হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.