নাটোরের লালপুরে চার ইমো হ্যাকার আটক


নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে মোবাইল ফোনে “ইমো” হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব।
আটককৃতরা হলো: লালপুর উপজেলার মহরাজপুর এলাকার চন্দ্রের প্রামানিকের ছেলে জনি হোসেন (২০), বিলমাড়িয়া গ্রামের নছির মন্ডলের ছেলে মিলন (২১), ফতেপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে সজু ইসলাম (২০), নাগশোষা গ্রামরে আব্দুল মালেক সরকারের ছেলে মারুফ হোসেন (২০)।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল কো¤পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃত্বে গতকাল বৃহম্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার মাধবপুর ঠাকুরমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।এসময় আটককৃতদের নিকট থেকে দুইটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার দুইশত টাকা জব্দ করা হয়।
এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২০/২৪/৩৪/৩৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। এই অভিযান আগামীতেও অব্যহত থাকবে বলে জানায় র‌্যাব।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.