নাটোরের বড়াইগ্রামে মামার হাতে ভাগ্নে খুন

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ভাগ্নে সিরাজুল ইসলাম (৪৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ মামা মিলন হোসেন (২৮) এবং আব্দুল জলিল (৫৫)’র বিরুদ্ধে।
আজ রবিবার সকাল দশটার দিকে উপজেলার খোদ্দ কাচুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম উপজেলার খোদদো কাচুটিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। অভিযুক্ত মিলন হোসেন বিল্লাল হোসেনের ছেলে এবং আব্দুল জলিল একই গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিটিসি নিউজকে জানান, সিরাজুল ইসলাম একজন মাদকাসক্ত ব্যক্তি। আজ রবিবার সকালে তার মামা বিল্লাল হোসেন তার বোন সিরাজুলের মাকে অভিযোগ করে। এতে ক্ষিপ্ত হয়ে সিরাজুল ধারালো অস্ত্র নিয়ে বিল্লাল হোসেন এবং আব্দুল জলিলের বাড়িতে হামলা চালায়। এতে বাধা দিতে গেলে ধাক্কা ধাক্কির ঘটেনা ঘটে। এতে মাটিতে পড়ে গিয়ে সিরাজুল অসুস্থ হলে পরিবারের লোকজন বনপাড়া এলাকার স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.