নাটোরের নলডাঙ্গা ও গুরুদাসপুর উপজেলার ১১টি ইউনিয়নে শন্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু


নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা ও গুরুদাসপুর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮ টা থেকে একযোগে ১১টি ইউনিয়নের মোট ১১৭ টি কেন্দ্রের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে শুরু করেছেন।
ভোট গ্রহনের শুরুতেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকালে ভোট কেন্দ্রে মহিলাদের উপস্থিতিই ছিল বেশী। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনী এলাকায় বিজিবি, র‌্যাব ও পুলিশ স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।
নলডাঙ্গা ও গুরুদাসপুর উপজেলার ১১টি ইউনিয়নে ১১৭টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২লাখ ৪৩ হাজার ৬০জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২২ হাজার ৬৩৯ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২০ হাজার ৪২১ জন।
দুটি উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২ জন, সাধারণ সদস্য পদে ৪৫৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩৪ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.