নাটোরের নলডাঙ্গায় ঝুকি নিয়ে চলছেন মোটরসাইকেল আরোহীরা

নাটোর প্রতিনিধি: বারনই নদীর পানি বেড়ে যাওয়ায় নাটোরের নলডাঙ্গা রেলস্টেশনে ঝুকি নিয়ে মোটরসাইকেল চলাচল করছে।

স্থানীয়রা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, নলডাঙ্গা রেলস্টেশনের পূর্ব ও পশ্চিম পাশের মটর সাইকেল আরোহীরা ব্রিজের নীচ দিয়ে চলাচল করছেন।গত সপ্তাহ ধরে বারনই নদীর পানি বিপদ সীমা অতিক্রম করায় বিপাকে পড়েন মটর সাইকেল আরোহীরা।

ঝুকি নিয়ে তারা মটর সাইকেলে পার হচ্ছেন তারা। স্থানীয় সাংবাদিক রানা আহমেদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, দূর্ঘটনার ঝুকি থাকলেও বিকল্প পথ না থাকায় মটর সাইকেল আরোহীরা এই পথে চলাচল করছেন।

গতকাল মঙ্গলবার বারনই নদীর পানি বিপদ সীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও আজ ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.