নাটোরের নলডাঙ্গায় খয়রা মেছো পেঁচা উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় একটি ইৎড়হি ভরংয ড়ষি বা খয়রা মেছো পেঁচা উদ্ধার হয়েছে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টায় বাংলাদেশ জীববৈচির্ত্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর সদস্য সংগঠন সবুজ বাংলার উদ্যোগে নাটোরের নলডাঙ্গার মাধনগর থেকে অসুস্থ অবস্থায় পেঁচাটিকে উদ্ধার করে সংগঠনের সদস্যরা।
পেঁচাটিকে উদ্ধার করে,উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ডাঃ মোঃ আহসান হাবিব, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ রকিবুল হাসান সুজন। সংগঠনের সদস্য কামাল হোসেন, বিল্পব কুমার, শুভ, রাজ, হৃদয়, আলামিন, শাওন, নাহিদসহ অন্যান্যরা।
বিবিসিএফ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ফজলে রাব্বী জানান, পেঁচাটিকে নীবির পরিচর্যায় রাখা হয়েছে। সুস্থ হলেই প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.