নাটোরের নলডাঙ্গায় খাল খনন কার্যক্রম শুরু


নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ প্রকল্পের আওতায় খাল খনন কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার নলডাঙ্গা উপজেলার ব্র²পুর ও খাজুরা ইউনিয়নের শ্রীপতিপারা কুচামারা খাল হতে গৌরীপুর ব্রিজ পর্যন্ত ৬ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩.৪৫ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সেচ সম্প্রসারণ সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী নাজমুল হুদা, সেচ প্রকল্পের নাটোর জোনের সহকারী প্রকৌশলী মোঃ আহসানুল করিম, উপসহকারী প্রকৌশলী মুজিবর রহমান আব্দুল মতিন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, খাজুরা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, আওয়ামী লীগ নেতা রইস উদ্দিন রুবেল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এই খাল খননের ফলে ২হাজার ৬৪০ জন কৃষকের এক হাজার ৮’শ হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে। ফলে এই জমিগুলোর জলবদ্ধতা দ্রুত নিরসনসহ কৃষকের জমিতে বছরে তিনটি ফসল উৎপাদন করা সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.