নাটোরের গুরুদাসপুরে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে “সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ” প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেন্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ওই কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস এমপি।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আক্তার, উপজেলা কৃষি অফিসার মো. হারুনর রশীদ ও কৃষি স¤প্রসারণ অফিসার মো. মতিয়র রহমানসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানাযায়, ভর্তুকি মূল্যে উপজেলার বিয়াঘাট গ্রামের সুবিধাভোগী দুই কৃষক আলমগীর হোসেন ও মো. আলাল উদ্দিনের মাঝে দু’টি পাওয়ার টিলার চালিত সিডার মেশিন (জমি চাষ ও বীজ বপন যন্ত্র) বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.