নাটোরের গুরুদাসপুরে অক্সিজেন ফ্লো মিটার কনসেনট্রেটর, পাল্স মেশিন প্রদান

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে রোগীদের জীবন রক্ষাকারী অক্সিজেন ফ্লো মিটার ও কনসেনট্রেটর দিলো উপজেলা পরিষদ। কোভিড-১৯ চিকিৎসায় আরো একধাপ এগিয়ে গেলো গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বিভিন্ন চিকিৎসা উপকরণসহ কমপ্লেক্সটিতে ১৪ লাখ টাকা মূল্যের ওই ৩০টি অক্সিজেন ফ্লো মিটার, ৮টি কনসেনট্রেটর ও ৩০টি পাল্স অক্সিমিটার দেওয়া হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস এমপি এসব উপকরণের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মো. মিলন মিয়া, মেডিকেল অফিসার ডা.মেসবাউল ইসলাম সেতুসহ আরো অনেকে।
কোভিড বিশেষজ্ঞ ডা. মেসবাউল ইসলাম সেতু বলেন, অক্সিজেন ফ্লো মিটার দ্বারা রোগী যতখুশি অক্সিজেন নিতে পারবে। কমপ্লেক্সে ১৩টি কনসেনট্রেটর রয়েছে।
এরমধ্যে করোনা কক্ষে ১০টি, জরুরী বিভাগে ১টি ও সাধারণ ওয়ার্ডে ২টি কনসেনট্রেটর চালু হয়েছে। কনসেনট্রেটর দ্বারা রোগী কি পরিমাণ অক্সিজেন পাচ্ছে এবং রোগী মৃত নাকি জীবিত আছে তা তাৎক্ষনিকভাবে জানা যাবে। তাছাড়া পাল্স মেশিনের মাধ্যমে তাপমাত্রা নির্ণয় করা খুব সহজ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.