নাগেশ্বরীতে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ১২শ পরিবারে ফুড প্যাকেজ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কুড়িগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে আজ রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় নাগেশ্বরী মহিলা কলেজ মাঠে উপজেলার পৌরসভাসহ ১১টি ইউনিয়নের ১২শ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এই প্যাকেজ বিতরণ করা হয়।

প্রতিটি প্যাকেজ প্যাকেটে ছিলো চাল সাড়ে ৭ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি, লবণ ১ কেজি, চিনি ১ কেজি এবং সুজি ৫শ গ্রাম। এসব ফুড প্যাকেজ বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কুড়িগ্রাম জেলা ইউনিটের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী।

এ সময় আরও উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুম, মহিলা কলেজের অধ্যক্ষ নাসিমুল ইসলাম মন্ডল রবু, জেলা পরিষদের সদস্য ও নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী নাজমুল হুদা লাল, জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব, সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.