নাগেশ্বরীতে পদবী পরিবর্তন ও বেতনগ্রেড উন্নীতকরণের দাবীতে কর্মবিরতি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে পদবী পরিবর্তন এবং বেতনগ্রেড উন্নীত করণের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি পালন করেছে তৃতীয় শ্রেণির কর্মচারীরা।

বাকসাস-উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর নাগেশ্বরী শাখার বাস্তবায়নে মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারের বার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের (গ্রেড ১১-১৬) পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার (১৫ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপার মো. ওয়ারেস আলী, সর্টিফিকেট সহকারী নিহার রঞ্জন ব্যানার্জী, ভূমি অফিসের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী তৌফিকুল আলম, সার্টিপিকেট পেশকার একরামুল হক প্রমুখ।

কর্মবিরতী পালনকালে বক্তারা বলেন, এ কর্মসূচি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এবং দাবী আদায় না হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।

শেষে দাবী আদায়ে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে আবারও পূর্ণদিবস কর্মবিরতীর কর্মসূচিতে পালনে অবস্থান করেন কর্মচারীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.