নলডাঙ্গায় দুই মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদন্ড

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় শীর্ষ দুই মাদক ব্যবসায়ী তহুরা বেগম ও শাহিন আলম টিয়া কে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃস্পতিবার নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযানে উপজেলার মাধনগর এলাকা থেকে তাদের দুই জন কে হোরোইন ও গাঁজাসহ আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব-আল-রাব্বির সামনে হাজির করলে শুনানী শেষে তাদের প্রত্যক কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দন্ডপাপ্ত শাহিন আলম টিয়া(৩৭) উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের সলিমুদ্দিন রাজাকারের ছেলে ও নারী মাদক কারবারি তহুরা বেগম ওই গ্রামের মৃত তসলিম উদ্দিনের স্ত্রী।

নলডাঙ্গা থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আজ বৃস্পতিবার সকালে গোপন সংবাদে উপজেলার মাধনগর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এসময় নারী মাদক কারবারি তহুরা বেগমের কাছ থেকে এক গ্রাম হোরোইন ও শাহিন আলম টিয়ার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।

পরে তাদের দুই জন কে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব-আল-রাব্বির কাছ হাজির করলে তাদের প্রত্যক কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ৭ দিনের জেল দেওয়ার আদেশ দেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.