নলডাঙ্গার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন


নাটোর প্রতিনিধি: মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার,জীবনকে ভালবাস মাদক থেকে দুরে থাক, এ স্লোগান সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার বিকালে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদের একটি কক্ষে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন নাটোর পুলিশ সুপার লিটন কুমার।

এসময় উপস্থিত ছিলেন বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম,বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সেলিম সবুর মাষ্টার প্রমুখ।

অনুষ্ঠানে পুলিশ সুপার লিটন কুমার বক্তব্যে বলেন,মাদক সন্ত্রাস চাঁদাবাজি করলে কেউ ছাড় পাবে না।তাদের আইনে আওয়াতায় আনা হবে।সাধারন জনগন যাতে পুলিশের কাছ থেকে আইনি সেবা পায় সে জন্যই প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় খোলা হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.