নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

ঢাকা প্রতিনিধি: আগামী বৃহস্পতিবার (৩০ মে) দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। আর এই শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করবে, যার নেতৃত্ব দেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব এ তথ্য জানিয়েছেন।

সরকারি একাধিক সূত্র জানায়, ওই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করার কথা ছিল। তবে আজ সোমবার  এতে পরিবর্তন আনা হয়। অবশ্য মোজাম্মেল হক বাংলাদেশের প্রতিনিধি দলে থাকছেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।

তিনি বলেন, ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি যখন শপথ নেন তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে ছিলেন। এবারও তিনি নরেন্দ্র মোদির শপথ নেওয়ার সময় জাপান সফরে থাকবেন। তবে গতবার প্রধানমন্ত্রী জাপান সফরে থাকায় তার পরিবর্তে স্পিকার শিরীন শারমিন দিল্লিতে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এবার স্পিকারের পূর্বনির্ধারিত আরেকটি অনুষ্ঠান থাকায় তিনিও দিল্লি যেতে পারবেন না। ফলে এবার কেবিনেটের জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে মোজাম্মেল হক যাচ্ছেন নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.