নরসিংদীতে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-৩

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার দিবাগত রাতে রায়পুরা উপজেলা থেকে গ্রেপ্তার করে আজ রবিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, মনোহরদী উপজেলার অর্জুনচর এলাকার রশিদ ভূইয়ার ছেলে জুবায়ের ভূইয়া (৪২), নরসিংদী সদরের গাবতলী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. পাভেল (২৫) ও আল-আমিনের ছেলে নাদিম মিয়া (২৬)।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই নরসিংদীতে একটি চক্র চোরাই মোটরসাইকেল কেনা বেচায় জড়িত ছিলো।
গতকাল শনিবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রায়পুরা উপজেলার মরজালে ওই চক্রের ৬ সদস্য ৬ টি চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্য হাজির হয়। গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. নূরে আলমের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালালে ৩ জন পালিয়ে যায় এবং বাকি ৩ জনকে গ্রেপ্তার করে। এসময়, ৬ টি মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি সাথে থাকা মোটরসাইকেলের ভূয়া কাগজপত্র জব্দ করে পুলিশ। পরে গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদন করে আজ দুপুরে আদলতে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নরসিংদী প্রতিনিধি মো. গোলাম মোস্তফা মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.